ফুটবল দল - অধ্যায় ৪৭
আমার একটু ফ্রি হওযার ও দরকার ছিল তার কারন টুর্নামেন্ট হবে নিউজিল্যান্ডে এ। সকলের পাসপোর্ট ভিসা এসব বানাতে হবে। পাসপোর্ট সবারই ছিল। ভিসা ইত্যাদির কাজ করতে হবে। এর মধ্যে Fairies club এর সদর দপ্তর অস্ট্রেলিয়া থেকে চিঠি পত্র আসছে। একমাস বাদে যাওয়া।
অতযেব রমাদির হাতে দায়িত্ব দিয়ে একটু ফ্রি হলাম।
সকালে প্র্যাক্টিসের আগে সকলে আমার ঘরে একবার আসে। সকলকে একটা করে চুমু না খেলে সবার অভিমান।
একদিন সকলে এল।
নন্দিতা: স্যার তুমি আর প্র্যাক্টিস করাবে না?
আমি: কয়েকদিন পর। কিন্তু তখন যদি দেখি যে অবস্থ্যা খারাপ তখন কিন্তু শাস্তি টা কি হবে সেটা খেয়াল রেখো। আর ভেবো না যে আমি কিছু জানি না।
সকলে দেখলাম চুপ।
রমাদি: রনি।
আমি: হ্যাঁ দিদি?
রমাদি: আমি দেখছি।
রমাদি: আচ্ছা ফেয়ারীরা এবার মাঠে যাও আমি আসছি।
সকলে চুপচাপ চলে গেল।
রমা: রনি
আমি: বলো।
রমা: অত বোকোনা। ভয় পেয়ে যাবে।
দূজনে হেসে ফেললাম।