ফুটবল দল - অধ্যায় ৫৫
রাতে ইচ্ছা করে খাওয়ার সময় গেলাম না। বিদিশাদিকে ঘরে ডাকলাম।
আমি: বিদিশাদি, কি সিচুয়েসান?
বিদিশা: মনে হচ্ছে ওষুধ ধরেছে। দেখো।
আমরা দুজনেই মুখ টিপে হাসলাম।
শুনতে পেলাম।
রত্না: রমাদি, তোমরা খাবে না?
রমা: তোমরা খেয়ে নাও। রনি স্যার, আমাকে আর বিদিশাকে ডেকেছে হয়তো...
বিদিশা: হয়তো আমাদের নাও রাখতে পারে। খাও।
সকলে চুপ করে খাচ্ছে।
খাওয়ার পর রমাদি আমার ঘরে ঢুকে আমাকে ইশারা করল।
রমাদিকে চেয়ারে বসতে বললাম।
তিনজনে বসেছি। এমনসময়
নন্দিতা: স্যার আসতে পারি।
গম্ভীর গলায় আসতে বললাম।
দেখলাম সাতজন ফেয়ারী ল্যাংটো হয়ে এসে কান ধরে দাঁড়াল।
নন্দিতা: স্যার, আমাদের দোষ। কাল থেকে আর হবে না। তুমি আমাদের যা শাস্তি দেবে দাও। দিদিদের কিছু বলো না। কাল থেকে আমরা মোটেও অবাধ্য হব না।
আমি রমাদির দিকে তাকালাম। রমাদি ইশারা করল। ফেয়ারীরা সকলে আমার সামনে এসে দাঁড়াল।
রমা: স্যার, একটা চান্স...
আমি: ঠিক আছে।
ফেয়ারীরা রমাদির দিকে তাকালো।
রমা: স্যার, তুমি কি ওদের ওপর রেগে আছো?
আমি উঠে প্রত্যেক ফেয়ারীর গাল ধরে কপালে চুমু খেলাম।
আমি: শুতে যাও । আমাদের কাজ আছে।
ফেয়ারীরা হেসে দৌড়ে শুতে চলে গেল।