বুঝলাম আমার এই রূপ কেউ দেখেনি। সকলেই বেশ সিরিয়াস হল।
দুপুরে তিন ঘণ্টার ব্রেক বাকিটা কড়া প্র্যাকটিস হল।রাতে একসাথে সবাই খেয়ে উঠলাম। রমাদি লাবনীকে বলল আমার কাছে শোবার কথা। লাবনী বেশ উজ্জীবিত হল যেন।
অন্যদের রমাদি ডাকল।
রমা: প্রতিদিনের বেস্ট প্র্যাকটিস যার হবে সে এই সুযোগ পাবে।
রমাদি দারুন।