ফুটবল দল - অধ্যায় ৬৯
বিকেলবেলা মাঠে দুই দলের খেলা।
আমার টীম কালো বিকিনি।
অন্যটীমে তিনজন সাপোর্ট স্টাফ সাদা টিশার্ট আর প্যান্ট, দুজন প্লেয়ার সাদা বিকিনি।
মাঠে নামার আগে সাতজনকে আমি কিস করলাম একটা করে।
যথাসময় খেলা শুরু হল। আমার টীম ভালোই খেলল।
খেলার ফল হল ৭-৬। কিন্ত যেটা। হল।
লাবনীর বেশ দু তিনটে গোল। স্বান্তনা অসাধারণ কয়েকটা সেভ করল। সুনীতা, প্রিয়া, রত্না ধরে খেলল। সুনীতা কিছু ভাল পাশ।
অন্যটীমে নন্দিতাও বডি থ্রো করে সেভ করল। লীনা গোল করল।
খেলার পর সবাই কে ফ্রেশ হয়ে আসতে বললাম। এক ঘন্টা পর টীম মিটিং।
আমি ফ্রেশ হয়ে টিশার্ট আর হাফ প্যান্ট পরে বসে আছি। একটু পরে রমাদি, বিদিশাদি আর ছন্দাদি এল। তিনজনেই শার্ট আর স্কার্ট।