ফুটবল দল - অধ্যায় ৭১
আমি: রমাদি, ছন্দাদি। এবার তোমরা প্র্যাকটিস আর ফর্মেশন করাও। আমি আছি।
ছন্দা: রমা
রমা: হ্যাঁ বল
ছন্দা: সবকটার ফিগার স্ট্রাকচার দেখে কি ফর্মেশন করবি?
রমা: তাই কর।
আমি: বেশ আসুক সব। পাশের ঘরে দেখো।
রমা: আমি আর বিদিশা বসি। ভাই তুমি আর ছন্দা এক এক করে ডাকো। ছন্দা দেখে নেবে।
আমি আর ছন্দাদি গিয়ে বসলাম অন্য ঘরে।
ছন্দা: রমা পাঠা।
প্রথমেই এলো স্বান্তনা। স্বাভাবিকভাবেই ল্যাংটো।
ছন্দাদি হাইট, ওয়েট মাপলো। ফিরে দিয়ে স্বান্তনার শরীর মানতে লাগল ছন্দাদি। পুরো ডাক্তার এর মতো চেক আপ।