রানীর নাচে নাচে জীবনপথ এলোমেলো... - অধ্যায় ২৩

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/রানীর-নাচে-নাচে-জীবনপথ-এলোমেলো.5804/post-1540808

🕰️ Posted on Sat Jun 06 2020 by ✍️ prem543 (Profile)

🏷️ Tags:
📖 458 words / 2 min read

Parent
সুমি বিকেল পাঁচটায় ঘুম থেকে উঠে মায়ের হাতের মাখানো মুড়ি খেতে লাগল। মুড়ির সহিত লেবু চা পান করার ঠিক মুহূর্তে অর্পণা বিউটি পার্লার হতে বাড়ি ফিরলে...অর্পণা র মেক আপ ও হেয়ার স্টাইল একমনে দেখতে থাকল। এমন সময় .... অর্পণা: কি দেখিস অমন করে সুমি!আমাকে বুঝি এই প্রথম দেখছিস! সুমি: না ঠিক তা নই...আসলে তুমি তো এমনি সুন্দরী।তারপর মেক আপ আবেশে আরো সেক্সী ও সুন্দরী করে তুলেছে। মনে হচ্ছে তুমিই ২০২০ সালের মিস ইন্ডিয়া। অর্পণা (একটু নির্লজ্জতার সুরে): কি বলিস না তুই! (হাসতে হাসতে) মিস ইন্ডিয়ার পায়ের কাছেই পারব না যেতে,আর তুই বলিস কি না মিস ইন্ডিয়া! সুমি: মেক আপ এর পর আয়নার সামনে নিজেকে দেখোনি হইতো... একথা বলার মাঝেই arpnar হাত ধরে আয়নার সামনে দাড় করিয়ে দেই সুমি।আর বলে...দেখো নিজেকে।আমি কতখানি ঠিক তা তুমিই অনুধাবন করতে পারবে। অর্পণা আয়নার সামনে দাঁড়িয়ে প্রকৃত বিস্মিত । মনে মনে ঠোঁটে মিচকি হাসির সুরে মনে মনে,আমি এতো সুন্দরী এমন মেক আপ এ।আর আমাকে তো কম সেক্সীও লাগছে না। এসব ভাবতে ভাবতে থাকল মৃদু হাসির সুরে। অর্পণা র মুখ নিঃসৃত হাসির ঝলক দেখে, কি দিদি আমি কি মিস ইন্ডিয়া বলে ভুল করেছি! অর্পণা(একটু আমতা আমতা করে): তা...অত...অত সুন্দরী না।যে মিস ইন্ডিয়া বলে সনবধ্ণ করবে ! সুমি(দুষ্টুমির আবেশে): আমি তোমার মত সুন্দরী কাউকে এখন পর্যন্ত দেখিনি।আর তাই তুমিই আমার চোখে মিস ইন্ডিয়া। অর্পণা:তোকে নিয়ে আর পারি না। সুমি (হাসির সুরে): আমাকে নিয়ে না পারলেও হবে।এখন একটা কথা বলবে ...আকস্মিক ভাবে আজ কেনো বিউটি পার্লারে মেক আপ করে এলে!কোন কিছু বিয়ে বা এজাতীয় প্রোগ্রাম আছে বলেও তো মনে হচ্ছে না।তবে তুমি সেজে এলে কেনো! অর্পণা: প্রতিটা কার্যের পিছনেই কারন লুকিয়ে থাকে।সেই কারনটা কি টা হইতো জানতে কিছু টাইম অপেক্ষা। সুমি: কারনটা কি আগে ভাগেই বলা যায় না।বলো না প্লিজ লক্ষী দিদি। অর্পণা: না না এখন তো বলা যাবে না! সুমি: না বলো না দিদি প্লিজ...কি কারন।এই তোমার দুই পায়ে পড়ছি।এই বলে দু পা ধরে নিচু হয়ে বসে গেল।আর বলল..কারনটা না বলা পর্যন্ত তোমার ছাড়ছি না। অর্পণা: ছার ছার বলছি।দিব এক থাপ্পর।ছার না হলে। সুমি: আমায় তুমি মারতেই পারো।কারন তুমি দিদি আমার।মারতে মারতে মেরে ফেললেও তো ছাড়বো না।জটখন কারনটি না বলবে... অর্পণা জানে সুমি যে বিষয়ে জেদ ধরে সে বিষয়ে সুরাহা করা চাই। আর তাই সুমির জেদ এর কাছে নতিস্বইকার করে অভিনয় মাফিক অর্পণা: পা দুটো ছার বলছি। এই বলে সুমি ছেড়ে দিলেই... অর্পণা নির্লজ্জতার সুরে সুমির পা দু খানি ধরেই ফেলল। আর বলল কারনটা জানতে চাস না প্লিজ। পা ধরে এমন কথা বলে সুমি লজ্জাই ...অর্পণা র হাত দুখানি পা থেকে সরে দিয়ে.. তুমি তো কারন না জানার শেষ পেরেক টা মেরে দিলে! তোমার কাছে এই প্রথম আমার জেদ হার মারল।তুমি বড্ড পাকা অভিনেত্রী। অর্পণা (হাসতে হাসতে): কেনো আমি সেজেছি বা মেক আপ করে এলাম...সেই সাজার কারন o মেক আপ এর কারন শেষ হলেই তোকেই প্রথম বলব কেমন। সুমি: ঠিক আছে দিদি। এই বলে সুমি টয়লেট যাচ্ছি বলে চলে গেল।আর অর্পণা নিজ ঘরে প্রবেশ করল।
Parent