রমার আনন্দ - অধ্যায় ১১
মা আমাকে ধরে বললো যে আমরা প্রথমে ডাক্তারের কাছে যাবো ।
মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল(আমার পথে আমি ভাবছিলাম যে কেউ মায়ের জায়গা নিতে পারবে না, এটি মায়ের প্রতি আমার ভালবাসা বাড়িয়ে দিয়েছিল) রক্ত অনেকটা বেরিয়েছিল। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। পরে আমার চোখ খুললে আমি হাসপাতালে ছিলাম। মা বিছানায় বসে ছিল। আমার চোখ খোলা মুহুর্তে আমি মায়ের মুখে একটি হাসি দেখতে পেল এবং মা ডাক্তারকে চেঁচিয়ে উঠল, দয়া করে দ্রুত আসুন। আমার চোখ খুলে গেল। আমি দেখলাম যে আমার হাতে ব্যাণ্ডেজ করা আছে। ডাক্তার এসে আমায় পরীক্ষা করে দেখল। আমি একটা প্রাইভেট রুমে ছিলাম। ডাক্তার মায়ের সাথে কথা বলতে শুরু করলো ।
ডাক্তার: কেন আপনার ছেলে এরকম পদক্ষেপ নিয়েছে? মা অনেক ভেবে বললো “আজকাল ছেলেরা প্রেমের জন্য পাগল”।
ডাক্তারও হাসলো এবং আমাকে দেখে বললো: বোকা ছেলে। কোন সুন্দরী মেয়ের জন্য তুই নিজের হাতটি কেটেছিলিস। সত্যিই সেই মেয়েটি অবশ্যই বোকা, যে তোর মতো পাগল ছেলেটিকে না বলে।যদি আমি মেয়ে হতাম আর তোর মতো কেউ আমায় ভালোবাসতো তাহলে আমি সঙ্গে সঙ্গে হাঁ বলে দিতাম। তারপর মায়ের দিকে ঘুরে মাকে বললো যে আপনার ছেলে শক্তিশালী নাহলে এত রক্ত ঝরে যাওয়ার পরে জীবন কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং আরো বললো যে সেই মেয়েটির সাথে কথা বলুন, যাকে আপনার ছেলে এতো ভালোবাসে। তারপর দুজনের বিয়ে দিয়ে দিন।
মা শিহরিত হচ্ছিল কারণ মা জানতো যে মেয়েটার কথা হচ্ছিলো সেটা মা নিজেই। মা আমার দিকে তাকালো এবং হাসলো। মা ডাক্তারকে বললো “আমি ইতিমধ্যে সেই মেয়েটিকে জানিয়েছি। সেও এখন আনন্দ কে খুব ভালবাসে।
ডক্টরঃ ওয়াঃ আনন্দ। এর থেকে আর ভালো খবর হতে পারে না। মাত্র তিন দিন হাসপাতালে থাক। তারপরে মায়ের সঙ্গে বাড়ি চলে যাবে। তারপর মেয়েটার সাথে বিয়ে থা করে সুখী থাকবে।
এই বলে ডাক্তার রুম থেকে চলে গেলেন। রুমে তখন মা আর আমি। প্রথম কয়েক সেকেন্ডের জন্য পিন ড্রপ নীরবতা ছিল। মা শাড়ি পরেছিলো আর মা কে দেখতে উর্বশীর মতো লাগছিলো। আমরা কিছুক্ষন দুজন দুজনের দিকে চেয়ে ছিলাম। এটি দেখতে স্বাভাবিক ছিল না, মনে হচ্ছে আমাদের চোখ কথা বলছিল এবং আমরা চোখ দিয়ে সব বলেছিলাম। কিছু সময়ের জন্য আমরা কেবল একে অপরের চোখে তাকিয়ে ছিলাম।
অবশেষে মা এবার বললো “আনন্দ আমি দুঃখিত। আমি বুঝতে পারি নি তুই আমাকে এত ভালোবাসিস। আমাকে ক্ষমা কর এবং আমাকে প্রতিশ্রুতি দে যে তুই এরকম কাজ আর কখনো করবি না।
আগের মতো বিষয়গুলি স্থিত হয়ে যাওয়ায় আমি খুব খুশি হলাম।
আমি মাকে বললাম “তোমার দুঃখিত হওয়ার দরকার নেই। তুমি আমার মা, আমার ভালবাসা সব কিছু। আজ থেকে, তোমার ইচ্ছা অনুযায়ী সবকিছু ঘটবে। মায়ের চোখে জল এসে গেছে। মা আমার কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং বললো আজ থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু ঘটবে।আজ থেকে আমরা একসাথে আনন্দ করে থাকবো।“
মা আমার কপালে চুমু খেল। আমিও মা কে এক হাতে জড়িয়ে ধরলাম এবং অন্যটিও রাখার চেষ্টা করলাম কিন্তু ব্যথা হচ্ছিল তাই মা বললো “তিন দিন অপেক্ষা কর তার পরে তুই তোর অন্য হাতটিও রেখে দিতে পারবি”। আমরা দুজনেই হাসলাম। আমি জানতাম না যে তিনদিন পর বাড়িতে এক অপূর্ব সারপ্রাইস আমার জন্য অপেক্ষা করছে। মা প্রথম দুই দিন হাসপাতালে থাকলো আর আমার শুশ্রুষা করছিলো কিন্তু তৃতীয় দিন মা বললো “আনন্দ আমি আজ আসব না। প্রচুর কাজ রয়েছে। ডিসচার্জ হওয়ার পরে তুই সরাসরি বাড়িতে আসিস। আমি গাড়ি পাঠিয়ে দেব ড্রাইভার কে দিয়ে। ইতোমধ্যে আমি ডাক্তারকে বলেছি।“