রূপান্তর ❤️ - অধ্যায় ১০
আসলে এখানে সব ভাই জ্ঞ্যাতী গোষ্টী একসাথে। অনুমাসির একতলা বাড়ী কিন্তু অনেকদিন চুনকাম হয় নি। বাড়ীর পিছনে বড় দিঘী, তার চারপাশেই সুপারী গাছ। বাড়ীতে সুনসান নিরবতা, বাড়ীর গেটে দাড়িয়ে মাসী মাসী বলে ডাক দিয়েও কোন সাড়া পেল না।
পাশের বাড়ী থেকে মনিদার বউকে দেখা গেল বাচ্চা কোলে নিয়ে, বারান্দার সামনে। রাশুকে দেখে ভিতরে চলে গেল। বাংগাল পাড়ায় রাশুর বেশী আসা হয় পুজোর সময়। যতীন, মনারা থাকে তখন মজা হয়, আর এমনিতেই সম্পর্ক স্বাভাবিক। হিন্দু মুসলামান খুব একটা বিভেদ নেই।