রূপান্তর ❤️ - অধ্যায় ১৩
- কাকী আমি রাশুরে নিয়া গেলাম, কয়েক ছরা সুপারী পাড়াই।
শুনে ওর মনটা ফিক করে উঠল। যাক, কিছু সুপারী সরিয়ে ও কিছু পয়সা দিলে বেশ কয়েকটা টাকা হবে। রাশু আসলে যেচে কাজ করে দেওয়ার কথা বলতে লজ্জা পায়। অনুমাসি ওর বড় মাকে বলেছে যে যে রাশুকে দিয়ে এরকম কাজ করায়, বিনিময়ে টাকা পয়সা দেয়, এতে বড়মা কিছু মনে করেনি, এটা রাশুর একটা দুরন্তপনারই অঙ্গ ধরেই নিয়েছে। কি করবে নিজের ছেলে মেয়ে তো সব বড় বড় হয়ে দূরে থাকে, এইটাকে তো এখনো বাড়ীতে পাওয়া যায়। থাক ও পাড়া দাপিয়ে যদি তবুও কাছে থাকে।
- মনি তর কাজ শেষ হইলে রাশুরে আমার গাছে তুইল্যা দিস।
বলে অনুমাসি বাড়ীর ভিতরে চলে গেল। মাসির পরনে ছায়া নেই, থলে থলে শরীর, বড়সর পাছার দাবনা দুলছে, হাটার তালে থেকে থেকে ঝাকি, রাশুর সমস্ত শরীর শির শির করে উঠে।