রূপান্তর ❤️ - অধ্যায় ৩২
রাশুর ঘুম ভেঙ্গে গেল, নরম শরীরের আদরে। ততক্ষনে রাশুর শরীর জিরিয়ে একটা শিতলতা নেমে এসেছে, চোখ খুলে যে মুখটা দেখল রাশু, ধড়মরিয়ে উঠল, অনুমাসির এখানে সে এসেছিল, ঘুমিয়ে পরে ঘুম ভাঙ্গাতে খেয়াল হল, বেশ পরে ওঠা চাঁদ আকাশে সুন্দর একটা আলো ছড়িয়েছে। অনুমাসি তাহলে এতক্ষন নিচের ঘরেই ছিল। রাশুকে ধড়ফড় করে উঠতে দেখে অনুমাসি ওকে জরিয়ে ধরে শুয়ে পরল।