রূপান্তর ❤️ - অধ্যায় ৩৬

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/রূপান্তর-❤️.42194/post-2956795

🕰️ Posted on Thu May 13 2021 by ✍️ Abhishek Chakraborty (Profile)

🏷️ Tags:
📖 135 words / 1 min read

Parent
কামলা আর মুনিদের মাঝে ভোর রাতে আযানের একটু পরে রাশু এসে শুয়েছিল। কামলারা সব ক্ষেতে চলে গেছে, মনে হয় বাতাসীও নাই। নাইলে রাশু রাশু বলে বড় মা একবারে মুনীদের এই ঘরের সামনে চলে আসবে কেন। রাশু ধড়মড়িয়ে উঠে ঘরের বাইরে আসতেই রাশুর খালি শরীর আর মুখের দিকে তাকিয়ে পান খাওয়া মুখে বড়মা বলল, - এই যে নবাবজাদা আইছেন ?? তা কার রাজ্য দখল করতে গেছিলেন শুনি যে এই আধা দুপুর বেলা পর্যন্ত ঘুমাইতাছেন ??? রাশুর ঘোর কাটতেই ওর নিজের ছায়ার দিকে তাকিয়ে বুঝল আসলেই তো, ছায়াটা তো ওর মাত্র ফুটখানেক এর মত লম্বা তার মানে দুপুর হইয়া গেছে। রাশু দ্রুত আড়মোরা ভাঙ্গতেই। পেশীবহুল রাশুর হাত বুক আর বগলের দিকে বড়মার নজর যেতেই মুচকি হাসি দিয়া বড় মা বলল, -বাব্বাহ বেশ, এই তো আমার সিংহ পুত্র সাফ সুতার হইছেন। অনেক ধন্যবাদ। তা আসেন আমি খাওয়া দিতাছি।
Parent