রূপান্তর ❤️ - অধ্যায় ৫
কিন্তু এতে রাশুর খুব একটা নজর আকৃষ্ট করেনা, কারন শত হলেও বড় মা তার মা, তার বুকের দুধ খেয়েছে, যদিও রাশু তার জন্ম বৃত্যান্ত জানে পুরোটাই। সে রইস লস্কর বাড়ীর রক্তের কেউ না। - বড়মা টাকা দেও? - কি করবেন?- নাপিতের কাছে যামু।- জ্বী না আর দিতাছি না, আফনে নাপিতের কাছে কয়বার গেছেন কইয়া টাকা নিছেন হুনি ?? - এই বার ও সিনেমা দেইখ্যা টাকা ডি শেষ করব দেইখ খালা।বাতাসী ফোড়োন দিল। রাশু আবার বাতাসীর দিকে তাকায়া মন চাইল ওরে একটা চটাকানা দিয়া কানের তালা ফাটায়। বাসাতী রাশুর চাইতে না হইএলো দশ বছরের বড় হইব। রাশুর মেজাজ গেছে খারাপ হইয়া। - দিলে দিবা , না দিলে না দিবা, প্যান প্যান কইর না তাইলে । বটতলা যাওনের লাগি। বলেই রাশু হন হন কইরা বাইর হইয়া গেল।- ওই রাশু লইয়া যা বাবা আমার। যাইছ না। দিলি তো পুলাডারে বিগড়াইয়া।