রূপান্তর ❤️ - অধ্যায় ৭
- ওয়াক
বড়মা বমির শব্দ করে উঠল।
- তোমার রাশুও এইরহম খেলোয়ার হইব, হের যে বডি। তুমি হেরে হাত ছাড়া করনা না দেইখ্যা, আর নাইলে কবে আমি ওরে গিল্যা খাইতাম।
বড়মা ঝকিত চাহনি দিয়ে বাতাসীরে সাবধান করে দিল,
- ওই মাগী, আমার রাশুর দিকে নজর দিবি না কইলাম । এরুম হুনলে তরে বাঁশ ঝারের পিছে জ্যান্ত পুইত্যা ফালামু।
পরক্ষনেই বাতাসীর ভয় কাটাতে বড়মা বলে,
- কেমনে পারছ তোরা?? মনে যে চায় না, তা না। কিন্তু রইছ্যা তো হেইহানে ঢাইল্যা আইলে আর এক সপ্তাহ খবর থাহে না।