তুলসী : দি অ্যাডভেঞ্চারস অফ আ বেঙ্গলি হাউসওয়াইফ (completed) - অধ্যায় ২৫
গল্পের ইতি আপাতত এখানেই, তবে বলা যায়না কখন তুলসীর মাথায় আবার কোন নতুন ইচ্ছা বা অ্যাডভেঞ্চারের ভূত চেপে বসে। তবে কথা দিচ্ছি যদি সেটা হয়, তাহলে আবার আমি ফিরে আসবো তুলসী, কেটু, স্বাতি আর রতনকে নিয়ে।
যাইহোক, এইবার ধন্যবাদের পালায় আসা যাক। প্রথমত, আমি ধন্যবাদ জানাতে চাই এই গল্পের আসল লেখক 'দি থার্ড আইকে' যার গল্পটিকে আমি এক্সটেনড করেছি। দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানতে চাই xforumকে আমায় এই গল্প পরিবেশন করার উপযুক্ত জায়গা দেওয়ার জন্য। আর ধন্যবাদ জানাতে চাই সেই সকল পাঠকগনদের, যারা আমার পাশে আর এই গল্পের সাথে এতদিন ধরে ছিলেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।