আউট অফ কলকাতা - অধ্যায় ২৩

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/আউট-অফ-কলকাতা.42012/post-2964924

🕰️ Posted on Sat May 15 2021 by ✍️ Anuradha Sinha Roy (Profile)

🏷️ Tags:
📖 721 words / 3 min read

Parent
পর্ব ২৩ ​ তিস্তার পাসে মেঝের উপর বসে দীপা ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল, তারপর ওর কাঁধের ক্ষতর দিকে তাকাল। ক্ষতর জায়গাটার ওপর থেকে তিস্তার ড্রেসটা ছিঁড়ে সরিয়ে দিয়ে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকলো দীপা তারপর : "না রুদ্র না, আই থিংক উই ক্যান শেভ হার....ওর এখনো চান্স আছে...আই উইল নট..." বলে তিস্তার ঠোঁটে একটা হালকা চুমু খেলো দীপা "তুমি মরবে ন তিস্তা, অন্তত আমি বেঁচে থাকতে তো না" "কিন্তু তিস্তা...?" "কিচ্ছু হবে না ওর..তুই ভয় পাসনা..তুই ভয় পেলে আমাদের কি হবে রু..?" দীপার সেই কথা শুনে হঠাৎ ওর মনে আবার সাহসে ভরি উঠলো, তাদের সেখান থেকে পালাতেই হবে সেই একমাত্র লক্ষ্য তাদের, এই কথা ভেবে রুদ্র উঠে দাঁড়িয়ে নিজের চোখ মুছে দীপার দিকে তাকাল " আমাদের এখন থেকে এক্ষুনি পালাতে হবে, কিন্তু তিস্তার এই অবস্থায় কি করে কি করবো আমরা....ওকে কি ভাবে...." "যেমন করে সব সময় হয়ে আসছে সেই ভাবে, রু " বলে তিস্তাকে দাঁড় করিয়ে রুদ্রর হাতে ওকে সোপে দিলো, তারপর তিস্তার স্কার্ট থেকে একটা বড়ো কাপড়ের টুকরো ছিঁড়ে সেটাকে কাঁধের জখমের উপর শক্ত করে চেপে বগলের নিচ দিয়ে বেঁধে দিলো | "এতে আপাতত কাজ চলে যাবে, কিন্তু যত তাড়াতাড়ি...." হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ ওদের কানে ভেসে আসতেই ওরা ভয়ে কাঠ হয়ে গেল.. ওইপাশ থেকে কেউ বা কারা সেই লোহার দরজা ধাক্কাচ্ছিলো তবে আওয়াজ শুনে মনে হচ্ছিলো যে ওরা দরজা ভাঙারই চেষ্টা করছিল| নষ্ট করার মতন কোনও সময় ছিল না তাদের কাছে, রুদ্র তিস্তাকে আবার দীপার কাছে দিয়ে দৌড়ে পাণ্ডে-জির অফিসের সেই বইয়ের কেসের দিকে ছুটে গেল | দীপা তিস্তাকে নিজের শরীরে ভর দিয়ে নিয়ে আস্তে আস্তে এগোতে লাগলো | রুদ্র বইয়ের কেসের সমানে গিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলো : "কোন বইটা....এখানে তো অনেক বই রয়েছে...." "সব থেকে পুরনো বইটা খোঁজ.....যেটার ওপর আগের দিন তুই সব থেকে বেশি ধুলো জমে থাকতে দেখেছিলি সেইটা....তাড়াতাড়ি রুদ্র....তাড়াতাড়ি...ওই ডোন্ট হ্যাভ মাচ টাইম" দীপা বলে উঠলো রুদ্র আর সময় নষ্ট না করে সেই ধুলোয় ঢাকা বইটা ঠেলতেই তাদের পালানোর গোপন পথটা বেরিয়ে এলো। "দাঁড়াও, ব্যাক-প্যাকটা....ব্যাক-প্যাকটা কোথায়?" তিস্তার শেষ কথা মনে পরে গেল রুদ্রর। "ঐ...ওইখানে, নীচের ড্রয়ারে।" দীপা বলে উঠলো | রুদ্র দৌড়ে আবার সেই টেবিলের সামনে গেল তারপর ড্রয়ার খুলে সেই ব্যাগপ্যাকটাকে টেনে বের করল | নিচে নামিয়ে চেন খুলতেই ভেতরের সব কিছু দেখতে পেলো ওরা যার মধ্যে ছিল দুটো ছোট হ্যান্ড-গান, কয়েক রাউন্ড ম্যাগাজিন, একগুচ্ছ চাবি, একটা টর্চ, সেলফোন | সেগুলো একপাশে সরাতেই বেরিয়ে পড়লো একটা ছোট ধাতব কাস্কেট, একটা নোটবুক, নগদ কিছু টাকার বান্ডিল আর পাণ্ডে-জির আর তিস্তার আইডি কার্ড । এটা ওদের কাছে স্পষ্ট ছিল যে তারা দু'জন ইমার্জেন্সি সিচুয়েশানের জন্য সব পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিলো। রুদ্র ব্যাগের জিনিসগুলো ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়লো এমন সময় দীপা ওর হাতটা খপ করে ধরে ওকে ইশারায় চুপ করতে বলল | চুপ করতেই ওদের কানে ভেসে এলো করা যেন দৌড় দৌড়ী করছে দরজার ঐপারে আর সাথে সাথে আবার দরজা ধাক্কাবার আওয়াজ ভেসে এলো | আর সময় নষ্ট না করে রুদ্র দীপা আর তিস্তা ওই গোপন প্যাসেজে ঢুকল, তবে হঠাৎ দীপা চেঁচিয়ে উঠলো ; "আই...আই আমার ফোনটা ওখানে.....ওতে" "ওই ফোনের আর কোনও অস্তিত্ব নেই.....চলো এখন থেকে...." বলে দীপা আর তিস্তাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে পিছনের বুক-কেসটা টেনে বন্ধ করে দিলো রুদ্র। পেছনের দরজাটা বন্ধ হতেই তাদের কে ঘিরে ধরল দুর্ভেদ্য অন্ধকারে, রুদ্র ব্যাগ হাতড়ে টর্চটা বের করে জ্বলতেই কিছুটা দূরে সেই লিফটাকে দেখতে পেল, যে লিফটের কথা তিস্তা বলেছিল দীপাকে | আলো ফেলে আস্তে আস্তে সামনে এগিয়ে গেল ওরা | লিফটের সিলিংয়ের টিম টিম করে একটা ছোট বাল্ব জ্বলছিল আর তারই ক্ষীণ আলোতে ওরা বাইরে থেকেই ভেতরে থাকা দু'টো সুইচ দেখতে পেলো | একটাতে লেখা ছিল টি আর আরেকটায় বি আর সম্ভবত সেই দুটোর মানে টপ আর বটম। আর অপেক্ষা না করে দীপা তিস্তাকে নিয়ে লিফটে উঠতে যেতেই রুদ্র বাধা দিলো | "না...না দাড়াও, আগে আমি উঠি" বলে টর্চের আলো সামনের দিকে ফেলে লিফটে উঠলো রুদ্র "এইবার তোমরা এস " বলে লিফটের মধ্যে থেকে ওদের দিকে নিজের হাত বাড়াল | দীপা এক হাতে তিস্তাকে জাপটে ধরল আর আরেক হাত দিয়ে রুদ্রর হাত ধরে লিফটে উঠল | আর সময় ব্যায় না করে রুদ্র বি লেখা সুইচটা টিপে ধরল। 'ঘটাং' করে একটা যান্ত্রিক আওয়াজ করে লিফটটা নড়ে উঠলো আর তার সাথে সাথে সিলিঙে থাকা বাল্বটা ফ্ল্যাশ করে উঠে কেটে গেল । দেখতে না পেলেও ওরা বুঝতে পারল যে ওরা আস্তে আস্তে নীচের দিকে সেই অন্ধকারের গর্ভে হারিয়ে যাচ্ছিল | সেই অন্ধকার গহ্বরে রুদ্র হাত বাড়িয়ে দীপা আর তিস্তাকে টেনে নিজের বুকে চেপে ধরল | কত কিছুই না ঘটে গেল এইটুকু সময়ে মধ্যে, রুদ্র ভাবল তবে পরক্ষনেই দীপার শরীরে হাত দিতেই আনুভব করল যে দীপা সেই আগের মতন সম্পূর্ণ উলঙ্গ!
Parent