টিনা: হাওয়া টা ভালো দিচ্ছে দাঁড়াও একটূ। রিলিফ পাবে। টিনা আমার হাতটা ধরে ছাদে ঘোরাচ্ছে। আমি তো হাঁটছি ওর হাঁটার সাথে। মিনিট দশেক। সত্যিই হাওয়ায় ঘাম শুকিয়ে গেল। টিনা আমার খোলা পিঠে হাত দিল। টিনা: ওকে। ফাইন। আরাম লাগছে তো? আমি ও বোকার মত ঘাড় নাড়লাম। টিনা: চলো।