বর্তমান সময় - অধ্যায় ১৩
আমাকে টেনে নিয়ে ঘরে ঢোকালো টিনা। আমি কম্পিউটারে কাজ করছিলাম। টিনা আসার আগে। সেই পেজটাই খোলা।
টিনা: ডায়েট চার্ট করাবে?
আমি: করো।
টিনা চেয়ারে বসল। আমি দাঁড়িয়ে। টিনা প্রথমে কম্পিউটারের স্ক্রিন দেখে পেজ খুলল। ভাল করে দেখল।
টিনা: কি আঙ্কেল বসো।
আমি: হ্যাঁ দাঁড়াও চেয়ারটা আনি।
টিনা: oh uncle. You don't need chair.
আমি: মানে। বসবো তো।
টিনা: oh uncle. You are silly. Come here.
আমার হাতটা ধরে টানল টিনা।
টিনা: এসো।
আমাকে টেনে আবার আগের দিনের মত নিজের বাঁ পায়ের থাইয়ের ওপর বসালো টিনা।
আমি কি করি। বোকা বোকা হয়ে গেলাম।