বর্তমান সময় - অধ্যায় ২১
টিনা: দেখো আঙ্কেল, গড়িয়ে যেও না যেন।
আরে আমাকে কি বাচ্ছা ছেলে পেল নাকি টিনা। হাবভাবটা অবশ্য তেমনই।
আমি ওই একটু ঝুঁকেই দেখলাম চার্টটা। মনে মনে টিনার তারিফ না করে পারলাম না। একদম অ্যাকুরেট কাজ করেছে। কোন ভুল নেই।
কি অসম্ভব টেনাসিটি মেয়েটার। বুঝলাম খেলাধুলোয় ভাল। মানসিক শক্তি দারুন। টেনশন ছাড়া থাকতে পারে। দারুন কন্ট্রোল মানসিকতা।
আমি: ঠিক আছে।
টিনা: শোনো আঙ্কেল। নেক্সট দিন আমি সব ব্যবস্থা করে আনব। you need to be clean. আর শোনো কাল চুল কাটিয়ে আসবে। হ্যাঁ বেশ ছোটছোট করে কাটাবে। আমি বাকিটা এসে করে দেবো।
আমাকে দাঁড় করালো। আমি ল্যাংটো হয়ে দাঁড়িয়ে।
টিনা: ওকে। প্যান্ট টা পরে নাও। টিশার্ট টাও। নিচে চলো। আন্টিরা এসে যাবে।
আমি টিনার আদেশে ড্রেস করে নিলাম।
টিনা: That's like a good boy. Come on.
ঘরের দরজা বন্ধ করে আমরা নীচে নামলাম।