বর্তমান সময় - অধ্যায় ২২
পলি আর মীরা দু মিনিটের মধ্যেই চলে এল।
মীরা: কি জয়বাবু, মেয়ে পড়ছে।
আমি: হ্যাঁ।
ওরা চলে গেল।
পলি: কি পড়াশোনায় কেমন?
আমি: খুবই ভাল।
আমরাও আর কথা বাড়ালাম না। বসে থাকলাম।
পরদিন সকালে পাড়ার নাপিতের কাছে গেলাম চুল কাটাতে। বসেই মনে পড়ল। তাই অন্যান্য বারের থেকে একটু ছোট করেই ছাঁটালাম চুলটা। কি জানি। কিন্তু মনে হল তাই তো মেয়েটা আমার ওপর প্রভাব বিস্তার করে ফেলল। নাকি? ওর কথাটা মানতে হল তো।