বর্তমান সময় - অধ্যায় ৫৫
সুস: টিনা, আয়
টিনা: বলো
সূস: এই নুঙ্কুড়িকে চানটা করিয়ে দিই আয়।
দুজনে দুদিকে দাঁড়ালো। আমার গায়ে জল ঢালছে।
সুস: গঙ্গা, গঙ্গা
লজ্জায় আমার মাথা কাটা যায়। এভাবে তো বাচ্ছাদের চান করায়।
আমার গায়ে সাবান মাখিয়ে চান করালো আমাকে।
সুস: টিনা তোয়ালে দে।
টীনা তোয়ালে দিল। সুস্মিতা আমার সারা গা মুছতে লাগল শুকনো করে।
আমাকে আবার পাঁজাকোলা করে নিজে ঘরে এলো সুস্মিতা।
আমাকে দাঁড় করালো।
সুস: টিনা, চূলটা আঁচড়ে দে।
টিনা আমাকে ল্যাংটো করে দাঁড় করিয়ে চুল আঁচড়ালো।