বর্তমান সময় - অধ্যায় ৫৬
টিনা: মাসী, হয়ে গেছে।
সুস: হ্যাঁ। দাঁড়া।
বিকিনি পরে সুস্মিতা আমার সামনে এলো।
সুস: শোন টিনা, এবার আমাদের চান করতে হবে তো। এক কাজ কর। নুঙ্কুড়িকে শোয়ানোর ব্যবস্থা করে আমরা চান করে নিই।
টিনা: আচ্ছা মাসি।
আমাকে সুস্মিতা আবার বগল ধরে উঁচু করে তুলল।
সূস: নে পরা।
ভাবলাম যাক হাফ প্যান্ট গোছের কিছু পরাবে নিশ্চয়ই। কিন্তু আমি হতভম্ব হয়ে গেলাম। টিনা একটা ডায়পার বার করল ব্যাগ থেকে আর আমাকে পরিয়ে ভালো করে টাইট করে আটকে দিল।
ছিঃ,ছিঃ, কি অবস্থা আমার। আমাকে কি করতে চাইছে এই দুটো মিলে।
টিনা সব একটা ব্যাগে করে নিয়ে এসেছে।
সুস: টিনা বিছানাটা কর।
আমাকে ততক্ষণে কোলে নিয়ে নিয়েছে সূস্মিতা।
বিছানা কর মানে কি?
আমি সুস্মিতার কোলে চড়ে দেখলাম টিনা একটা বড় রবার ক্লথ পাতল খাটে। আর একটা বড় কাঁথা। একটা বালিশ পাতল।
টিনা: মাসী নুঙ্কুড়িকে শুইয়ে দাও।
সুস্মিতা আমাকে শুইয়ে দিল।
সুস্মিতা: টিনা তুই চান করে আয়। আমি আছি। তুই এলে আমি যাবো।
লজ্জায় আমি লাল।