চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ২৫
সকালে ঘুম থেকে উঠলাম তখন সাড়ে পাঁচটা। অন্ধকার। বাথরুম গেলাম। ফিসফিস কথা শুনতে পেলাম। কে?
বেরিয়ে দেখলাম সুমনা ঘুমচ্ছে। পাশের ঘরে উঁকি দিলাম।
মা খাটে বসে। নাইটি পরে। মার বুকে মাথা রেখে মা কে জড়িয়ে ধরে বসে আছে রীতা। সেই রাতের পোষাকেই।
বুঝলাম ওর মা নেই। মা ও ওকে আদর করছে।