চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ২৬
সেদিন আমার তাড়াতাড়ি বেরোনোর ছিল তাই আর সময় নষ্ট না করে রেডি হয়ে নিলাম।
বেরোনোর সময় শুনলাম সুমনার ফিরতে দেরী হবে মা কে বলছে।
রীতা: আন্টি আমি আজ বাড়িতেই তোমার কাছে থাকব।
আমি বেরোতে যাবো।
সুমনা: অনিত ওয়েস্ট আমি ওদিকে যাবো। এক সাথেই।
আমি আর সুমনা বাড়ি থেকে বেরোলাম।
বাস সেই সময় একদম ফাঁকা। দুজনে ঐযে বসলাম।
আমার ২০ মিনিট লাগবে।
সুমনা: অনিত
আমি: হ্যাঁ।
সুমনা: তুমি কাউকে ডেট করো?
আমি অবাক।
আমি: না তো কেন?
সুমনা: না এমনি। তা বিয়ে করবে না?
আমি: দাঁড়াও সবে কনফার্ম হবে।
সুমনা: ঠিক আছে। না ইটস ওকে।
আমি: কেন?
সুমনা: না কিছু না।
আমার জায়গা আসতে নেমে গেলাম।
অফিসে গিয়ে মা কে ফোন করলাম।
আমি: মা কোনো প্রব্লেম হচ্ছে না তো?
মা: একদম না।
ভিতরে শুনলাম আরেকটা গলা।
রীতা: আন্টি ওকে বলো। আমি আছি তোমার কাছে।
মা: শুনলি তো। এই পাগলিটা কি বলছে।
রীতা: শোন অনিত। আমি আন্টিকে তোমার থেকে ভালো কেয়ার করব।
ফোন কেটে দিলাম।