চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ২৭
অফিস কাজের মধ্যে ঢুকে গেলাম। ঘন্টা খানেক বাদে ফোন বাজল। দেখি সুমনা ফোন করেছে।
আমি: হ্যাঁ, সুমনা বলো।
সুমনা: অনিত, রীতা ফোন ধরছে না। তোমাকে বলি। আমাকে একবার অফিসের কাজে নাসিক যেতে হচ্ছে। আমি বাড়িতে যাবো। পরশু ফিরব।
আমি: ওকে।
রীতাকে কল করলাম বেজে গেল।
মার ফোনে কল করলাম।
মা: হ্যালো বল।
আমি: রীতা কোথায়। ফোন ধরছে না।
মা: এখানে কেন?
আমি: সুমনা বাড়ী গেছে পরশু ফিরবে। রীতা কই।
মা: আমার কাছে। কেন?
এমন সময় রীতার গলা।
রীতা: ও আন্টি।
মা: একটু দাঁড়া মা।
আমি: কি হল বলো তো?
মা: ঠিক আছে। আর কিছু বলবি। আমি রীতাকে স্নান করাচ্ছি। পরে কর না একটু। মেয়েটা দাঁড়িয়ে আছে।
আমি ফোন কেটে দিলাম। মা রীতাকে স্নান করাচ্ছে?