চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৩
ঠিক ৪টে বাজতেই প্রথমে সিমরনের ডাক পড়ল। সনিযাই ডেকে নিয়ে গেল। একটূ পরে বেড়িয়ে এল সনিয়া। আমাকে একবার আপাদমস্তক দেখে নিয়ে বলল, " অনিত, সিমরনের হলে তুমি যাবে। বোস"
মাথা নেড়ে বসে রইলাম।
৫টা বাজতেই সনিয়া আমাকে ভিতরে যেতে বলল। সিমরন বেড়িয়ে এল।
ঘরে ঢুকতেই দেখলাম ড: পামেলা হিরানি বসে আছেন। আমাদের থেকে অনেকটাই বড়। পাশে একজন নার্স।
পামেলা: ওকে তুমি অনিত?
আমি: হ্যাঁ।
পামেলা: বেডে শুয়ে পড়ো। জেনি, তুমি লিড গুলো লাগাও। ইসিজি করতে হবে।
ল্যাংটো হয়েই শুয়ে পরলাম। জেনি লিড গুলো লাগিয়ে দিল।
ড: উঠে এসে সবে দাঁড়াল বেডের পাশে। ঠিক সেইসময আমাদের বয়সের ই হবে।
: মম একটূ এসো।
পামেলা: মোনা,একটূ পরে আসছি বেটা।
মোনা: একবার এসো। আর্জেন্ট।
পামেলা: বেটা, দেখো ও কিছু না পরে শুয়ে আছে। আগে ইসিজি করেনি।
মোনা: মম। ও চাকরি পাবে। মেডিক্যাল চেকাপ। থাকুক একটূ ন্যুড। কিছু হবে না। এইটুকু ন্যুড থাকলে নো প্রব্লেম।
ড: পামেলা আমাকে ঐ ল্যাংটো অবস্থায রেখেই চলে গেলেন।