চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৬
আসতে আসতে ভাবলাম যে এ আবার কি ব্যাপার। কার কাছেই বা এসব খবর নিতে যাব? মেয়েদুটো এই রকম শর্ত দিচ্ছে। কি করব ভেবে পেলাম না।
এমনসময় কেউ আমার নাম ধরে ডাকল।
এদিক ওদিক তাকিয়ে দেখলাম যে আমারই স্কুলের বন্ধু রাজা।
আমি: আরে তুই?
রাজা: আরে আমি তো এখানে চাকরী করি।
আমি: আমিও তো সেই কারণেই এসেছি।
রাজা: কোথায় আছিস?
আমি: আপাতত কোম্পানীর গেস্ট হাউস। একটা ফ্ল্যাটের খবর দিয়েছে একজন কাল যাবো।
হঠাৎ রাজা কি রকম একটা এদিক ওদিক তাকিয়ে আমার দিকে তাকালো।
রাজা: আমার তো ভাই ৫ মাস হল।
আমি: তুই কোথায় থাকিস?
রাজা: একটা ফ্ল্যাটে আমরা তিনজন।
আমি: তিনজন কে? আমি চিনি?
রাজা: আরে না না। দুটি মেয়ে আর আমি।
আমি ইয়ার্কির ভান করলাম।
আমি: ও এত দারুন ব্যাপার।
আমার কাছে এসে রাজা মুখ খুলল।
রাজা: ভাই বলিস না আর এ শহরে এখন এ এক ট্রেন্ড। কি বিচ্ছিরি ব্যাপার।
আমি: কেন রে?
রাজা: ভাই দুটি মেয়ের সাথে এক ফ্ল্যাটে থাকতে হলে ছেলেদের ল্যাংটো হয়ে থাকতে হয়।
আমি: মানে? ( অবাক হওয়ার ভান করি)
রাজা: হ্যাঁ ভাই।এটাই নিয়ম।
আমি: তুই তার মানে?
রাজা: হ্যাঁ ভাই সারাদিন ওদের সাথে একেবারে উদোম হয়ে থাকতে হয়। আমার কলিগ দীপ শর্মা। দিল্লীর ছেলে। ওর ও সেম অবস্থা।
আমি: তাই?
রাজা: হ্যাঁ রে। এটাই এই শহরের নিয়ম এখন।
বুঝলাম ব্যাপারটা সত্যি। একটূ চা টা খেয়ে চলে এলাম। গেস্ট হাউসে সিমরনের সাথে দেখা।
সিমরন: কি অনিত ফ্ল্যাট ওকে।
আমি: হ্যাঁ । কাল যাবো।
সিমরন: ওকে। ভালই না হলে তো প্রব্লেম হত।