চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৫
ট্রেনিং প্রায় শেষ দিকে। একদিন টিফিন টাইমে নীতা আয়ার আমাকে ডাকলেন।
নীতা: হ্যাঁ অনিত। আমি একটা এড্রেস দিচ্ছি তুমি আজ গিয়ে কথা বলো।
দেখলাম। দুটি মেয়ের নাম লেখা সুমনা বোস আর রীতা দেশাই। একটা ফ্ল্যাটের ঠিকানা।
সন্ধ্যে সাড়ে ছটা আমি ফ্ল্যাটের বাইরে দাড়িয়ে বেল বাজালাম। একটি মেয়ে দরজা খুলল। হট প্যান্ট আর শর্ট টি শার্ট পরে।
: অনিত?
আমি: ইয়েস।
: কাম ইন আমি রীতা দেশাই।
আমি: বাংলা বলতে পারো?
রীতা: হ্যাঁ আমার মম তো বাঙালী। আমার মামার বার্ড়ী ভবানীপুর।
সেই করতেই আরেকটি মেয়ে বেড়িয়ে এল।
: আমি সুমনা তবে আমি বর্ণ এন্ড ব্রটাপ নাসিকে।
যাক ভাষা সমস্যা হবে না।
বসলাম।
রীতা: আমাকে নীতা বলেছে তোমার কথা। কবে থেকে আসতে চাও।
আমি: সেরকম হলে কালকেই।
সুমনা: ওয়েলকাম।
আমি: কি কত দিতে হবে।
রীতা: শোন আমরা এতদিন দূজনে 9000 দিতাম। 4500 ইচ। এখন সেটা 3000 ইচ।
কমই। নো প্রব্লেম।
রীতা: আর ব্রেকফাস্ট, আর ডিনার এর জন্য যা হবে ডিভাইড বাই 3।
লাঞ্চ সবাই বাইরে।
ভালো লাগল।
আমি: তাহলে কাল আমি আসব
রীতা: ওকে হ্যাঁ আর নীতা আর কিছু বলেছে?
আমি: না
সুমনা: রীতা বলে দে।
আমি তাকালাম।
রীতা: হ্যাঁ অনিত আমি জাস্ট নাও অ ডেস ট্রেন্ড এর কথাই বলছি। তুমি খবর নিতেও পারো। এখন এই সহরে থাকার কিছু শর্ত আছে। সেটা উ হ্যাভ টু মেনটেন।
আমি: বলো।
রীতা: এমনি সব ঠিক। তবে তুমি যতক্ষণ ফ্ল্যাট এ থাকবে। উ হ্যাভ টু বি নেকেড অল টাইম।
আমি অবাক হয়ে তাকালাম।
সুমনা: খবর নিয়ে কাল এসো।
আমি : ওকে আমি কাল জানাচ্ছি।
সুমনা: বাই।
আমি চলে এলাম।