চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৬৩
আমি পাশের শাওয়ারটাতে গিয়ে দাঁড়ালাম। সত্যিই অনেকক্ষণ জল পড়ার পরেও গায়ে কিচকিচ করছে। তা আর খানিকক্ষণ বাদে গেল সবটা। সাবান মেখে চান করলাম।
মা দেখছি রীতাকে নিয়ে ধুয়েই যাচ্ছে। আমি দেখলাম আমি ফ্রেশ। গা মুছছি।
রীতা: দেখো ওর হয়ে গেল।
আমি: ওর হয়নি?
মা: দ্যাখ না সারা গা ভর্তি করেছে। শুকোলেই চুলকাবে। আর চুলকালেই গা টা ছড়ে ছড়ে যাবে না।
আমি:হ্যাঁ
রীতা অবাক মার কথা শুনে।
রীতা: দেখো না হয়ে গেছে।
মা: এক চড় মারব। চুপ করে থাক। এতো বড় মেয়ে নিজের প্রতি একটু যত্ন নেই। নির্লজ্জ বেহায়া একটা।
আমি বেরিয়ে একটা হাফ প্যান্ট পরেছি। মা তখনও রীতাকে নিয়ে পড়েছে।
আরো আধঘন্টা পরে শেষ হল যুদ্ধ। মা রীতাকে মুছিয়ে ল্যাংটো করেই বার করল। সত্যিই রীতাকে যেন আরো সুন্দর লাগছে।