চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৬৪
মা: আমি চান করে আসি। চুপ করে বোস।
রীতা: আমি কি এইভাবে বসে থাকবো?
মা: তা আর কিভাবে বসবি? শাঁকচুন্নী। আমি আসছি দাঁড়া।
রীতা: তোমার ছেলে আছে তো।
মা: হ্যাঁ। ছেলের সাথে ল্যাংটো হয়ে সারা গোয়া ঘুরছে। এখন লজ্জা। চুপ করে বোস।
মা বাথরুমে গেল। রীতা আমার পাশে বসল।
রীতা: অনিত
আমি: কি?
রীতা: আমার মা ও এরকম.ছিল জানো তো।
দেখলাম রীতার চোখে জল।
আমি: রীতা কেঁদোনা।
রীতা আমার কাঁধে মাথা রাখলো।