চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৭৮
রীতা: একটা কথা বলব যদি রেগে না যাও।
মা: রাগবো কেন বল।
রীতা: মা ভাই এখন কলেজে ফার্স্ট ইয়ার তো?
মা: হ্যাঁ কেন রে?
রীতা: উঠে গেল।
মা: কি ব্যাপার বলতো অনি
আমি: কি জানি
একটু পরে রীতা একটা জিনিস হাতে করে এল। দেখে মনে হল কারোর ছবি।
মা আমি দুজনেই অবাক।
মা: কি রে?
রীতা মার হাতের ছবিটা দিল। মা দেখলাম একটা মেয়ে। আমিও দেখলাম। বেশ সুন্দরী।