দ্বীপ রাষ্ট্রে গিয়ে - অধ্যায় ১২
প্রতি শনিবার আর রবিবার আমরা আউটিং এ যেতাম। আর এমনি দিনগুলো বাড়ি তে এনজয় । নন্দিতা মাসীরও কিছু কিছু বান্ধবী হয়েছে। সবাই ওদেশীয়। দু এক জায়গায় ওরা গেট টুগেদার ও করেছে মহিলারা । মূলত নন্দিতা মাসী ছাড়া আর তিনজন। ক্যাথি, এলিনা আর মেরি। এর মধ্যে ক্যাথির আর মেরির বর আছে। এলিনা ডিভোর্স একাই থাকে।