দ্বীপ রাষ্ট্রে গিয়ে - অধ্যায় ১৩
এই রকম চলছিল। একদিন নন্দিতা মাসী আমাকে একটা পার্টির কথা বলল।
নন্দিতা: শোন রানা। এই শুক্রবার এলিনার বাড়িতে পার্টি আছে।
আমি: বেশ। কখন যাবে?
নন্দিতা: ওই রাত আটটা নাগাদ।
শুক্রবার সব কাজ সেরে দুজনে ড্রেস করলাম । আমি টিশার্ট আর থ্রিকোয়ার্টার প্যান্ট । নন্দিতা মাসী পরল স্লিভলেস টি শার্ট আর বারমুডা । দুজনে বাইকে বসে এলিনার বাড়ি চললাম ।