দ্বীপ রাষ্ট্রে গিয়ে - অধ্যায় ৩১
জনসন বড়ো ক্লাব। সেখান থেকে নাকি জাতীয় দলের প্লেয়ার যায়। পল আজও টসে জিতে ব্যাট নিলো। আগেরদিনের মত অতো খারাপ অবস্থা না হলেও আমি যখন নামলাম স্কোর ৬ ওভার ৪ বলে তিন উইকেটে ২২। আমি নামলাম। পল ১৫ রান করেছে।
পল: রানা, স্টেডি। বি কশাস।
আমি: ওকে।
যে বোলারটি তিন উইকেট নিয়েছে। সেই ওভারে তার দু বল বাকি। আমি ফেস করব। কি ভর করেছিল কি জানি আমার ওপর। পর পর দুটো বলে দুটো ছয় মেরে দিলাম।
পল অবাক। ওদের বোলার স্মিথ। সেও অবাক।