দ্বীপ রাষ্ট্রে গিয়ে - অধ্যায় ৩২
৭ ওভারে ৩৪ তিন উইকেটে। কি যে হল তারপর কে জানে। আমার ব্যাট যেন কথা বলতে শুরু করল। নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে। জনসনের ওই বোলিং অ্যাটাক যেন কোথায় হারিয়ে গেল। ২৫ ওভার শেষে আমাদের রান ৩ উইকেটে ২২৫। আমার রান ১৩৫।
জনসনের বোলাররা কিরকম যেন দিশাহারা।
পল: রানা, ট্রাই ফর আ ডাবল। ডোন্ট গিভ উইকেট।
আমি: ওকে ক্যাপটেন।
আমি সত্যিই যখন থামলাম তখন ৪৫ ওভার আমাদের রান ৩৪৫। আমার রান ২২৭। ৫০ ওভারে উঠল ৩৭৮।
সারা মাঠ হৈচৈ করছে।