দ্বীপ রাষ্ট্রে গিয়ে - অধ্যায় ৩৮
পল আর গ্রীম ওপেন করতে গেল। ওরা নামছে দেখে আমি প্যাড পরতে গেলাম। আমার তো আর ড্রেসের ব্যাপার নেই। ধীরে সুস্থে প্যাড, লেগগার্ড, চেষ্টগার্ড.পরছি। তিন উইকেট পড়লে নামব। মাঠে হৈচৈ। কি ব্যাপার জানলা দিয়ে স্কোর দেখি। ৪ উইকেটে ৯। মেন চারজন ব্যাটার পল, গ্রীম, জ্যাক , ইয়ান আউট।
জন: রানা, ডু সামথিং।
আমি কোনরকমে দৌড়ে নামলাম। ব্যাট হাতে দাঁড়িয়ে বব।
বব: রানা, ডিসাস্টার।
আমি: ইয়েস বব: স্টেডি ম্যান।
বব দেখলাম পরের বল দুটো ঠুকলো। বুঝলাম গ্রীনফিল্ডের বুঝলাম চেপে বসছে। আক্রমন না করলে আরো চেপে ধরবে।
সাত ওভারে ৯ রান। আমি প্রথম ব্যাট ধরেই ঠিক করলাম আক্রমন করব। অষ্টম ওভারের প্রথম বল থেকেই মারতে শুরু করলাম। গোটা কয়েক চার ছয় হওয়ার পর চাপ কমল।
দেখলাম এছাড়া উপায় নেই। প্রতি বলে চালাতে শুরু করলাম। ৩০ ওভারে রান হল ৪ উইকেটে ১৮৭। আমার সেঞ্চুরি হল।
ড্রিংকস এ পল মেসেজ পাঠালো আরো মারবার।
আমি আউট হলাম ৪৬ ওভারে ১৭৮ রান করে। বব তখন ১০৮। টোটাল ৩০০।