দ্বীপ রাষ্ট্রে গিয়ে - অধ্যায় ৩৯
ইনিংস শেষ হল ৩২৫ রানে। সারা মাঠ লাফাচ্ছে।
গ্রীনফিল্ডের ব্যাটাররাও ভালো খেলল। তবে ২৫৬ তে অল আউট হয়ে গেল। এই ম্যাচে আমাকে পল দু ওভার বল করতে দিয়েছিল। আমি একটা উইকেটও পেয়ে গেলাম। কৃতিত্ব ববের। দারুন ফ্লাইং.ক্যাচ নিয়েছিল। এই ম্যাচের পরেও আমার সতীর্থ রান আমাকে চুমুতে ভরিয়ে দিল। কারণ এই টুর্নামেন্টে কেউ পর পর তিন ম্যাচে সেঞ্চুরি করেনি।