দ্বীপ রাষ্ট্রে গিয়ে - অধ্যায় ৪০
দুদিন পর চিত্র পরিস্কার হলো। আমরা আগেই ফাইনালে উঠে গিয়েছিলাম। ক্যাঙারুরা, জনসনকে হারিয়ে ফাইনালে উঠল।
খেলার দিন পল টসে জিতল। ব্যাট করতে নামব আমরা। পল, জ্যাক, ইয়ান সকলেই ভালো খেলল। ৪৩ ওভারে ৩ উইকেটে ২৯১। আমি মাঠে নামলাম। আর মোটে ৪২ টি বল বাকি।সবাই ধরে নিয়েছে প্রোজেক্টেড স্কোর ওই বেশী হলে ৩৫০। নন্দিতামাসীর ওই চ্যালেঞ্জ যেন আমাকে খেপে দিল। ৪৪তম ওভারে আমি রেকর্ড করে ফেললাম। ওদের বোলার জেরির ৬টা বলে ৬টাই ছয়। মাঠ উত্তাল। আমাদের উইকেট কিপার বব উল্টোদিকে দাঁড়িয়ে হাসছে। ওভারের শেষে এল।
বব: ক্যান ইউ কমপ্লিট সেঞ্চুরি?
আমি দেখলাম।
আমি: লেটস সী।
নেক্সট ওভার বব তিনটে চার মেরে বারো রান নিল।
৪৬ তম ওভারে এ আবার ক্লাইম্যাক্স। ২৪ রান করলাম ৬টা চার মেরে।
বব: হোয়াট ইজ ইওর ইনটেনসান
আমি হাসলাম।
৪৭ তম ওভারে বব আরো ১৬ রান তুলল।
স্কোর ৩ উইকেটে ৩৭৯।
৪৮ তম ওভারে আমি পাঁচটা ছয় মারলাম। লাস্টেরটা একটু জন্য চার হয়ে গেল। আমি ৯৪ তে দাঁড়িয়ে।