দ্বীপ রাষ্ট্রে গিয়ে - অধ্যায় ৫০
রোয়িং আর ক্রিকেট আর নিজস্ব কাজ নিয়ে আছি দুজনে। একদিন সন্ধ্যাবেলা ইভনিং নিউজে দেখলাম যে আমরা যেখানে থাকি সেই খানেই একটা ক্লাব আয়োজন করছে সাইকেল রালি। নন্দিতামাসীও জানে চালাতে।
নন্দিতা: রানা যাবি?
আমি: চলো।
দুজনে খোঁজ নিতে গেলাম। ভেনাস সাইকেল ক্লাব।
এক ভদ্রলোক আর এক ভদ্রমহিলা বসে।
মহিলা: ওয়েলকাম
আমি: উই ওয়ান্ট টু টেক পার্ট।
মহিলা: ওকে, পাসপোর্ট।
দেখালাম।
মহিলা: ওকে এশিয়া।
বুঝলাম। আবার সেই ভাগ।
মহিলা: ওকে ইউ উইল বি ইন গ্রুপ বি। স্যাম।
ভদ্রলোক এলেন। ইয়েস জেনি।
জেনি: গ্রুপ বি। টক টু দেম প্লিজ।
স্যাম: প্লিজ কাম।
আমি আর নন্দিতামাসী বসলাম। ফর্ম ফিলাপ হল। কথা হল। দেখলাম গ্রুপ বি তে আমরা ছাড়াও ২০ জন মতো আছে।