দ্বীপ রাষ্ট্রে গিয়ে - অধ্যায় ৫১
ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, বাংলাদেশের এক ভদ্রমহিলা আর তার ছেলে আছে। এরাই সব গ্রুপ বি। ২২কি ২৩ জন। গ্রুপ এ তে ওই ৩৫কি ৩৬ জন।
নাম দেখলাম। বাংলাদেশের ওই মহিলার নাম মীরা ঝুমঝুমি। ছেলে রাজা ঝুমঝুমি।
কথাবার্তা হল স্যামের সাথে। যা বুঝলাম যে বি গ্রুপের পার্টিসিপেন্টদের সেই একই ব্যাপার। ল্যাংটো হয়ে সাইকেল চালাতে হবে। ড্রেস বলতে খালি কেডস আর মোজা।