জন্মদিন - অধ্যায় ১৬
রেখা জড়িয়ে ধরল মধুরিমার ল্যাংটো শরীরটাকে। মধুরিমা তখনও মুখ ঢেকে।
রেখা: মধু, এই মধু
মধুরিমা কি একবার কেঁপে উঠল।
রেখা আবার ডাকল।
মধুরিমা: কি করলি তুই?
মুখ ঢেকেই বলে উঠল মধুরিমা।
আর নিবিড় ভাবে জড়িয়ে ধরল রেখা।
রেখা: শান্ত হ। আমার কথা শোন। সায়ন
সায়ন: হ্যাঁ আন্টি?
রেখা: বোস।
সায়ন ল্যাংটো হয়েই বসল বড় সোফাটাতে। রেখা মধুরিমাকে ধরে বসাল ।
রেখার এক পাশে সায়ন আরেক পাশে মুখ ঢেকে মধুরিমা। দুজনেই ল্যাংটো।
রেখা মধুরিমার হাত সরিয়ে চিবুক ধরে মুখটা তুলল। মধুরিমার চোখের পাতায় জল চিকচিক করছে। মধুরিমা দেখল সায়ন রেখার পাশে মাথা নিচু করে বসে।