জন্মদিন - অধ্যায় ১৭
মধুরিমা: রেখা
রেখা: বল
মধুরিমা: তুই এটা কেন করলি?
রেখা(হেসে): দ্যাখ মধু আমি জানি যে তোরা দুজনেই কি অবস্থায আছিস। দুজনের ই শারীরিক চাহিদা তোরা মনে চেপে রেখেছিস। আচ্ছা ছেড়ে দে তোর কথা। একবার ভাব তো?
মধুরিমা: কি ভাবব?
একটু রাগ যেন মধুরিমার গলায়।
রেখা আলতো করে গায়ে হাত দেয় মধুরিমার।
রেখা: ভাবতো এই ছেলেটার কথা। হীরের টুকরো জামাই পেয়েছিস তুই।
রেখা তাকায় সায়নের দিকে। সায়নের মাথা নীচু।
রেখা: বিয়ের পরেই তোর মেয়ে চাকরি নিয়ে চলে গেল। ও তো যুবক, ওর শারীরিক চাহিদা নেই। কিন্তু সব মেনে নিয়েছে তোদের খুশীর জন্য। তোর মেয়ের খুশীর জন্য। অন্য কেউ হলে এই অবস্থায অন্য মেয়ের সাথে সম্পর্ক তৈরি করত। তোদের ভালো লাগার দিকে ফিরে তাকাতো?
রেখা একটু অবাক হয়ে দেখল সায়নকে।
রেখা: হীরের টুকরো ছেলে। তুই ওর সাথে জিম করতিস, বুঝিসনি যে ছেলেটা কষ্টে আছে। তোর মেয়ের জন্যই তো। তুই তো মা। মায়েরা ছেলের জন্য কি না করে। আর
মধুরিমার চোখ আবার সায়নের দিকে।
মধুরিমা: কিন্তু ও যে আমার জামাই।
রেখা: তোর কি মনে হয় ও তোর মেয়েকে neglect করবে?
মধুরিমা এবার ভাল করে দেখল সায়নকে। হাত বাড়িয়ে চিবুকটা ধরে তুলল। সায়ন তখনও চোখ নিচু।
রেখা: তোর ও চাহিদা আছে। সেটা চেপে রেখেছিস তুই ও। দুজনেই কষ্ট পাচ্ছিস কিন্তু সম্পর্কের বাঁধনে বলতে পারছিস না। তবে আমি তো বলব যে তোর জামাই, অনেক ভাগ্য থাকলে এ রকম জামাই পাওয়া যায়। কোটিতে একটা হয় কি না সন্দেহ।