জন্মদিন - অধ্যায় ১৯
মধুরিমা আর সায়ন ড্রেস পরে নেয়। রেখা জড়িয়ে ধরে মধুরিমাকে।
রেখা: মধু আমি আবার বলছি রে তোর জামাই না লাখে একটা। অনেক ভাগ্য করে এরকম জামাই পেয়েছিস। হারিয়ে ফেলিস না।
মধুরিমা: না রে, হারাব না।
বলেই সায়নের দিকে দু হাত বাড়ায় মধুরিমা। সায়ন এগিয়ে এসে আবার জড়িয়ে ধরে মধুরিমাকে।
মধুরিমা দুই গালে দুটো চুমু খায় সায়নের।
মধুরিমা: আমার সোনা বেটা। তুই ঠিক বলেছিস রেখা। আমি ওকে বুকে করে জড়িয়ে থাকব। ও আমার রিনির বর। আর যতদিন রিনি না থাকবে আমি রিনির কাজ করে যাব।চলো বেটা। আসিরে রেখা।
রেখা মাথায় হাত রাখে সায়নের।
সায়ন বাইকে স্টার্ট দেয়। মধুরিমা নিবিড়ভাবে জড়িযে ধরে বসে সায়নকে।