জন্মদিন - অধ্যায় ২০
পরদিন সকালে রিনির ফোন এল। মধুরিমা ঘুম থেকে উঠে পড়েছিল। ফোনের আওয়াজ হতেই এসে দেখল রিনি।
মধুরিমা: হ্যালো, হ্যা রিনি বল।
রিনি: মম কাল কেমন সেলিব্রেট হল।
মধুরিমা কোন রকমে বলল সবটা।
রিনি: বা: ইউ এঞ্জযেড।
মধুরিমা: হ্যাঁ।
রিনি: মম তোমাকে একটা কথা বলি।
মধুরিমা: বল
রিনি: মম একটা কাজ করো।
মধুরিমা: কি রে?
বলতে বলতেই দেখতে পেল যে সায়ন উঠে এসেছে ঘুম থেকে। মধুরিমা ফোন টা স্পিকারে করেদিল। সায়ন চুপ করে গেল।
রিনি: দেখো মম তুমিও একা আর সায়ন ও রেন্টেড ফ্ল্যাট এ থাকে। তুমি সায়নকে বল আমাদের বাড়ি এসে থাকতে। খরচ ও কমবে আর একাও থাকতে হবে না। বুঝলে।
মধুরিমা: হঠাৎ তুই এরকম বলছিস?