জন্মদিন - অধ্যায় ২৮
মন্দিরা এসে বসল।
মধুরিমা: বল
মন্দিরা: না ছেলের বিয়ে। বিয়েটা মুম্বই থেকে হবে। তাই তোকে নেমন্তন্ন করতে এলাম।
মধুরিমা: মুম্বই মানে......
মন্দিরা: আমি জানি তো রিনি বাইরে। তুই কর সায়ন যাবি। আমি হোটেল বুক করে রেখেছি।
মধুরিমা: ও
মন্দিরা: তবে মধু একটা ঘর। তোর আর সায়নের থাকতে কি অসুবিধা হবে?
মধুরিমা, সায়নের দিকে তাকালো। সায়ন চুপ।
মধুরিমা: ওকে সে তখন দেখা যাবে। দেখছি।