জন্মদিন - অধ্যায় ২৯
মন্দিরা চলে গেল নেমন্তন্ন করে।
মধুরিমা: সায়ন বেটা। কি করবে?
সায়ন: কবে?
মধুরিমা: ৭তারিখ।
সায়ন: ওই টাইমে আমার অ্যানুয়াল লীভ আছে বটে।
এমনসময় ফোন।
মধুরিমা: হ্যাঁ রিমি।
যা কথা হল সায়ন বুঝলো যে রিমি ওদের যেতে বলছে বিয়ে অ্যাটেন্ড করতে। শুধু তাই নয়। রিমি বলেছে যে শুধু ওটুকুর জন্য যাবে কেন। গোয়া ট্রিপ করে এসো দুজনে।
মধুরিমা, সায়নকে সবটাই বলল। সায়ন চুপ। কি বলবে।
রাতে
মধুরিমা: সায়ন বেটা
সায়ন: হ্যাঁ মম
মধুরিমা: কম্পিউটার এ বসো। টিকিট আর গোয়ায় থাকার জায়গা বুক করো। গোয়া ঘুরে আমরা মন্দিরার ছেলের বিয়েতে যাবো। ৬ তারিখ রাতে মুম্বই পৌঁছালেই হবে। তার আগে গোয়া।
সায়ন কম্পিউটারে বসে দেখছে মধুরিমা পিছনে গিয়ে দাঁড়ালো।
কার্নিভালের পর এই সময়টা মোটামুটি গোয়া ফাঁকা থাকে।