কিস দ্য ভ্যাম্পায়ার - অধ্যায় ৬
মলি চুপচাপ শুয়ে ছিল এখনো হাত-পা বাধা আছে। সে এখন কি করবে বুঝতে পারছে না। তার এখন শীত লাগতে শুরু করল। সারা শরীর কাটা দিয়ে উঠল, তার কাছে মনে হল কেউ এই রুমে আছে। সে ডেকে উঠল, জয়া তুমি কোথায়, এই জয়া।
জয়া এখন আসবে না, একটা পুরুষ কন্ঠ বলে উঠে।
মলির বুক কেপে উঠে একটা পুরুষের গলা শুনে। সে কিভাবে ঢুকল, সে কি জয়াকে কোন ক্ষতি করেছে বা মেরে ফেলেছে। সে কাপা কাপা গলায় বলে উঠল, জয়া কোথায়।
লোকটি বলল, তোমার কল্পনার বাইরে। তারপর সে সামনে এগিয়ে আসল, জয়া লোকটাকে দেখে অবাক হল আর ভয়ও পেল বলল, আসিফ তুমি…
হ্যা আমি তোমাকে যা কল্পনা করে ছিলাম তারচেয়েও অনেক ভাল ফিগার তোমার, বলে ঠোট চাটল সে ।
প্লীজ আসিফ আমাকে ছেড়ে দাও, মলি মিনতির স্বরে বলল।
প্লীজ আসিফ আমাকে ছেড়ে দাও, ভ্যাংচালো সে মলির উদ্দেশ্যে। সে শার্ট খুলতে খুলে বলল, এত সহজে কি ছাড়ি নাকি এই ডাসা মালকে।
শার্ট খোলার পর আসিফের সুঠাম শরীর বের হয়ে এল, সে প্যান্ট খুলতে লাগল, পরনে একটা বক্সার ছাড়া আর কিছু নেই। সে মলির সামনে আসল, তার পাশে বসে তার শরীর আবার ভাল করে দেখতে লাগল। সে ঠোট চাটতে চাটতে বলল, কি যৌবন মাইরি, পুরো জয়াকে যে হার মানিয়ে গেছে। সে ঝুকে যখন মলিকে চুমু খেতে যাচ্ছে, মলি চোখ বন্ধ করে আছে।
থাম ভাইয়া, বলে উঠল কেঊ যেন।
আসিফ পিছনে তাকিয়ে দেখল রুমি দাড়িয়ে আছে। সে বলল, কি আশ্চর্য,তুই এখানে। বলে হাসতে লাগল।
ভাইয়া হাসির কিছু নেই, আমি তোমার সম্পর্কে অনাক খোজ খবর নিয়েছি, তোমার এই প্ল্যান সফল হবে না।
আসিফের সুদর্শন মুখটা বিকৃত হয়ে গেল ঘৃনায় বলল, আমি তোর চেয়ে সবসময় বেষ্ট। তুই কখনো আমাকে হারাতে পারবি না।
তুমি এই মেয়ের গায়ে হাত দিতে পারবে না, রুমি বলে উঠল। তুমি…
সে আর কথা শেষ করতে পারল না তখনি আসিফ তাকে আক্রমন করল। কিন্তু রুমি দক্ষতার সাহতে সরে গেল, তার হাতে কিভাবে যেম একটা লোহার রড দেখা গেল, সে সেটা আসিফের পিঠে বাড়ি দিল। আসিফ বাকা হয়ে শুয়ে পড়ল।
রুমি এবার তাকে তাকে ইচ্ছা মতে পেটাতে শুরু করল, আসিফ কোন শব্দ না করে পড়ে রইল।
মলি এই দেখে ভয়ে চিৎকার দিয়ে বলল রুমি এসব বন্ধ করে সে মারা যাবে।
রুমি তার দিকে তাকিয়ে বলল, এত সহজে মরবে না সে বলে একটা ঝকঝকে সাদা ছুড়ি বের করে মলির দিকে গেল , তার হাত- পায়ের বাধন খুলে দিল বলল, তাড়াতাড়ি জামা-কাপড় পড়, আরো কিছু জামা কাপড় গোছাও তোমার জন্য এই জায়গা নিরাপদ না।
আমি এসেছি তোমাকে বাচাতে।
মলি কিছু বুঝলনা তবে সে তাড়াতাড়ি তার রুমের দিকে ছুটে গেল…
ভালবাসা