কিস দ্য ভ্যাম্পায়ার - অধ্যায় ৭

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/কিস-দ্য-ভ্যাম্পায়ার.90971/post-5334072

🕰️ Posted on Thu Sep 29 2022 by ✍️ soukoli (Profile)

🏷️ Tags:
📖 638 words / 3 min read

Parent
মলি ট্যাক্সিতে বসে আছে হতবিহব্বল ভাবে। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। জীবনে সে এররকম শক কখনো খায়নি। সে বারবার রুমির দিকে তাকাচ্ছে, কিন্তু রুমির মনোযোগ ট্যাক্সির জানালার দিকে, বারবার সে পিছনে তাকাচ্ছে, এখন রাত নটা বাজে রাস্তায় গাড়ি-ঘোড়া কিছুটা কম তবে রাস্তা একদম ফাকা না। এই নিরবতা মলির কাছে অসহ্যকর লাগছে তাই সে বলে উঠল, জয়া কোথায়। জয়া বিশ্বাসঘাতকতা করেছে তোমার সাথে, তাই তুমি তার কথা ভুলে যাও, রুমি জানালা হতে মুখ না সরিয়ে বলল। কিন্তু… সব পরে বলব আমি তোমাকে, রুমি বলে উঠল। আমি কিছুই বুঝে উঠতে পারছিনা… শেষ করতে পারলনা কথাটা ফুপিয়ে কাদতে লাগল। রুমি কিছুটা ঘাবড়ে গেল কান্নার শব্দ শুনে জানালা হতে মুখ সরিয়ে মলির দিকে ফিরে বলল , কাদছ কেন। আমি কিছুই বুঝতে পারছি না… জয়ার কি হয়েছে। আসিফ কি তাকে মেরে ফেলেছে। তোমাকে আগে এক নিরাপদ জায়গায় রেখে আসি তারপর সব বলল, রুমি বলল, প্লীজ তোমার কান্না থামাও। মলি চোখ মুছে সে জানালার দিকে তাকাল। রাতে ঘটনা তাকে বিরাট ধাক্কা দিয়েছে, তবে সে কিছুটা ধারনা করতে পেরছে, এটা সবে শুরু। সের রুমি কথা চিন্তা করল, দেখলে মনে হয় সে এক সাধারন এক ছেলে, সে কিভাবে আসিফের সাথে ফাইট করল। মলির মনে হল তাকে বিশ্বাস করে সে ঠকবে না । সেটা মনে হতেই সে মুচকি হাসল। সে কোন কথা বলল না । জানাল হতে বাতাস তার মুখের উপর পড়ছে। চুলগুলি মুখের সামনে এসে পরে দৃষ্টি ঝাপসা করে দিচ্ছে। হঠাৎ করেই যেন মলির মন ভাল হয়ে গেল। কেন সে বুঝতে পারছেনা। সে কি মুক্তি আনন্দ ? না তা কিভাবে হয় তার তো মুক্তি ঘটেছে যখন মামার বাসার বন্ধ পরিবেশ হতে বের হয় তখন, কিন্তু তখন ছিল জয়ার এক অদৃশ্য এক বাধা, যা দেখা যাচ্ছিল না কিন্তু টের পাচ্ছিল সে। হাপিয়ে গিয়েছিল সে জয়ার কাছে থেকে, এই এক মাসের ভিতর, যা তার মামার বাসায় এতদিনে হয়নি। মলি বুঝতে পারল সে রুমির প্রতি দুর্বল হয়ে গিয়েছিল। যখন সে প্রথমেই তাকে দেখে। হয়তোবা বর্তামান ছেলের মত স্মার্ট না তবে আনস্মার্টও না বরং রুচিশীল। কিন্তু সে তখন এত সুন্দরী ছিলনা, ছিল রুগ্ন। যখন সে জয়ার কারনে সুন্দরী হল অনেক পুরুষের ঘুম হারাম করল, তখনো সে রুমির প্রতি দুর্বল ছিল কিন্তু রুমি তার দিকে সহজে ফিরেও তাকাত না। মনে মনে ক্ষোভ ছিল রুমির উপর কিসের, এত অহংকার এই ছেলের। তাই সে ঐ দিন ভালভাবে কথাও বলেনি। যখন সে জয়ার ব্যাপারে জিজ্ঞেস করল তখন মলির মনে হল তার বুক ফাকা হয়ে গিয়েছে, কি যেন নেই। কিন্তু জয়ার কথা শুনে সে কিছুটা হলেও আশা পায়, মনে হয় সে ভালবাসেনা রুমিকে। আচ্ছা সে কি রুমির প্রেমে পড়ে গেল নাকি। মনে হতেই লাজুক হাসল সে জানালা হতে মুখ সরিয়ে রুমির দিকে তাকাল সে তখনো জানালার দিকে ফিরে আছে। হঠাৎ মনে হল এই সম্পর্ক হবে না। কারন তারা অনেক দূরে মানুষ। না সে মানুষ নয়। সে এক রক্তচোষা মানে ভ্যাম্পায়ার। সেটা মনে হতেই মলির বুক আবার ফাকা হয়ে যায়, মুখটা তেতো হয়ে যায়। জয়া তাকে কি করল, সে তো অভিশপ্ত হল। সৌন্দর্য পাবার আশায় সে তার জীবন তুলে দিল, নষ্ট করে দিল নিজের উজ্জ্বল ভবিষৎ। চোখ ফেটে পানি আসতে চাইল তার , কষ্ট হচ্ছে তার চোখের পানি আটকাতে। কিন্তু আটকাতে হবে। সে আবার জানালার দিকে তাকাল, বিশাল এই অন্ধকার রাতের মত লাগছে নিজেকে। ঘন নিকশ কালো অন্ধকার। তখনি হুশ ফিরল মলির, রুমির ডাকে। রুমি তার দিকে তাকিয়ে বলল, আমরা এসে গেছি। মলি কিছু না বলে ট্যাক্সি হতে নেমে গেল। রুমি মলির দিকে তাকিয়ে বলল, এটা আমার খালার বাসা, এখানে আমরা নিরাপদ। মলি তাকিয়ে দেখল বিশাল এক বাড়ি। সামনে বিশাল এক ফটক। বোঝা যায় এখানকার মালিক অনেক বড় লোক। রুমি মলির দিকে তাকিয়ে বলল, হা করে দেখছ কি চল ভিতরে। মলি রুমির পিছনে হাটতে লাগল। সে দেখল দরজার সামনে এক মহিলা দাড়িয়ে আছে। শ্যামলা বর্নের ক্ষীনদেহী মহিলা। সে রুমির দিকে তাকিয়ে বলল, পথে কোন সমস্যা হয়নিতো। রুমি হেসে বলল, না। এ হচ্ছে মলি যার কথা বলেছিলাম। স্মিত হেসে মলিকে বলল, তোমার উপর দিয়ে কি ধকল গেছে আমি তা জানি। তাই তাড়াতাড়ি বিশ্রাম নাও। রুমি সেই কথা তোমার বেলাও খাটে। বলে তাদেরকে ভিতরে ঢুকতে দিলেন।
Parent