মাশুল - অধ্যায় ২
অ্যারেঞ্জ ম্যারেজ হলেও অলোক আর অন্তরা বিয়ে পাকা হবার পর দুবার দেখা করে নিজেদের মধ্যে আড়ষ্ঠতা অনেক খানি কাটিয়ে উঠতে পেরেছে। তবে সেক্সচুয়াল কোনও আলোচনা তাদের মধ্যে হয় নি। তাই অন্তরা মনে মনে একটু শঙ্কিত। হয়। কে জানে অলোক কি ভাবে কি করবে? অলোক এর টা কত বড়? এই সব ভাবতে ভাবতেই অলোক এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অন্তরা মনে মনে ঠিক করেই নেয় অলোক যা চায় যেভাবে চায় সেভাবেই নিজেকে সমর্পণ করবে। অলোক ঘরের লাইট সম্পুর্ন অফ করে খাটে উঠে আসে। অন্তরা আশা করেছিল অলোক হয়ত প্রথম ফুলশয্যার রাতে নিজের বিয়ে করা বউ কে আলোকজ্বল পুস্পিত খাটে ভোগ করবে। এতে অবশ্য অন্তরার মনে কোনো ক্ষোভ হয় নি বরং একটু স্বস্তি পেয়েছিল। কিন্তু অন্তরা ভাবতেও পারেনি শেষ পর্যন্ত ক্ষোভ টাই তার সঙ্গী হয়ে থাকবে। পরবর্তী দুদিনেই অন্তরা বুঝে গেল তার সযত্নে গড়ে তোলা শরীরটা সারা জীবন অতৃপ্ত ই রয়ে যাবে।