মাশুল - অধ্যায় ৩
অষ্ঠমঙ্গলার নিয়ম মেনে বাপের বাড়ি এসেছে অন্তরা। সঙ্গে অলোক। কিছু নিয়ম রীতি পালন করে বিকেলেই অলোক বাড়ি ফিরে গেল। আসা অবধি অন্তরার গম্ভীর মুখ আর খিটখিটে মেজাজ আভাদেবীর মনে হাজারো প্রশ্নের ঝড় তুলেছে। কিছু তো একটা হয়েছে কিন্তু জামাই এর সামনে তো আর জিজ্ঞেস করা যায় না। এতক্ষণে মেয়ে কে একা পেয়ে সব প্রশ্ন উগরে দেয়।
অনু মা কি হয়েছে? ও বাড়িতে সব কিছু ঠিকঠাক মানিয়ে নিতে পারছিস তো? শশুর শাশুড়ি তোকে ভালোবাসে তো? আর অলোক? ও নিশ্চয় তোর খুব খেয়াল রাখে। এবার অন্তরা ক্ষোভে ফেটে পড়ে।
মা আমার জীবন টা শেষ হয়ে গেল। তোমরা আমাকে এ কোন ছেলের সাথে বিয়ে দিলে?
এমন সময়ে অন্তরাদের প্রতিবেশী নীলিমা কাকীমা প্রবেশ করতে গিয়ে দরজার আড়ালে থমকে দাঁড়ায়। চুপচাপ শুনতে থাকে মা মেয়ের কথা।
অনু মা কি হয়েছে অলোক কি করছে তোর সাথে? নেশা ভাং করে নাকি অলোক? মারধর করেছ? বল মা আমাকে খুলে বল।
সেসব করলে ও আমি মেনে নিতাম। আজকাল সব ছেলেরাই কমবেশি নেশা করে।
তাহলে কি করেছে অলোক?
কিছুই করেনি তোমার জামাই। বলতে পারো কিছু করতে পারেনি। আর কোনও দিন করতে পারবে ও না।
অনুমা কি বলছিস? কি করেনি অলোক তোর জন্য। আমি তো কিছুই বুঝতে পারছি না।
ওপাশে দরজার আড়ালে নীলিমা কিন্তু বেশ বুঝতে পারে আভাদির কপাল পুড়েছে। সরকারি চাকুরী ওয়ালা একমাত্র জামাই পেয়ে খুব দেমাক হয়েছিল। কিন্তু এতো ফুটো কড়ি।
অনু এবার সরাসরি মা কে বলে দেয় মা তোমার জামাই একজন নপূংশক। বলে ফুপিয়ে কেঁদে ওঠে।
নীলিমা আর দাড়িয়ে থাকে না। সে ঘরে ঢোকে যেন কিছুই জানে না।
ক্ই গো আভাদি আমাদের অনু কই শুনলাম ও এসেছে।
অন্তরা আর দাঁড়ায় না এক ছুটে ভিতরের ঘরে চলে যায়।
কি গো দিদি অন্তরা অমন করে কাঁদতে কাঁদতে চলে গেল শশুর বাড়িতে গিয়ে বুঝি মায়ের জন্য মন খারাপ হচ্ছে। ও প্রথম প্রথম সব মেয়েদের ই হয়। তারপর যখন বরের আদর ভালোবাসা পায় তখন আর বাপের বাড়ির কথা মনেই থাকে না। আর তোমার জামাই যা সুন্দর হয়েছে ওকে ছেড়ে অন্তরা থাকতেই পারবে না। নীলিমা কথা গুলো ইচ্ছে করেই বলল। জানে কথা গুলো আভাদির বুকে হাতুরিপেটা করছে এখন।
আভাদেবী কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। মুখে একটা শুকনো হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে। হ্যাঁ ওই আর কি।
নীলিমা মনে মনে একটা ফন্দি আঁটে। তাই আভাদেবী কে বলে
দিদি অন্তরা বিয়ের পর প্রথম এলো ওদের দুজনের কাল আমার বাড়িতে নিমন্ত্রণ। নীলিমা ভালো করেই জানে অলোক দুপুরেই চলে গেছে। তবু না জানার ভান করে বলল।
আভা:কিন্তু অলোক তো চলে গেছে ওর জরুরী কাজ আছে তাই।
নীলিমা :ঠিক আছে অন্তরা কেই পাঠিয়ে দিও। আর হ্যাঁ সকাল সকাল পাঠিয়ে দিও। ও কিন্তু কাল সারাদিন আমার কাছেই থাকবে।
আভা:ঠিক আছে।
নীলিমা :দিদি আজ আসি।