মেয়ের বন্ধু - অধ্যায় ১৯
বিয়ের আগেরদিন। শ্বেতা, মাধবী আরো দুজন মহিলা আমাদের বাড়ি এলেন।
শ্বেতা নীচে আরতিকে ডেকে কি সব কথা বলল কে জানে? ঘন্টা খানেক বাদে আরতি এল।
আরতি: দাদা
আমি: হ্যাঁ।
আরতি: দাদা আমার দিন দশেক ছুটি লাগবে। একটু বাড়ি যেতে হবে।
আমি বুঝলাম গট আপ।
আমি: ঠিক আছে যা।
সে তল্পি গুছিয়ে ছিল। চলে গেল।
শ্বেতা: আচ্ছা শোন সুমিতা।
আমি: হ্যাঁ।
শ্বেতা: কাল সকাল থেকে কিন্তু কিছু খাবি না।
আমি চুপ করে শুনলাম।
মাধবী: নাতবৌ শোনো। কাল আমরা বরযাত্রী আসব কয়েকজন।
আমি: আমি তো একা।
মাধবী: আমরা সব ব্যবস্থা করে আসব।খালি তুমি রেডি থাকবে। বিকেলে তোমাকে সাজাতে মেকানিক আর্টিস্ট আসবে। শ্বেতা থাকবি তো?
শ্বেতা: হ্যাঁ মা।
ওরা চলে গেল। কি ফ্যাসাদে যে পড়েছি। এই বাজারে চাকরি বজায় রাখতে এই সবে রাজি হতে হচ্ছে।
কিন্তু সন্ধ্যা ছটায় দেখলাম প্ল্যান চেঞ্জ।
শ্বেতা আর মাধবী এল।
মাধবী: নাতবৌ এখান থেকে বিয়ে দেওয়া যাবে না। আমরা তোমাকে নিতে এসেছি। বাড়ি বন্ধ করে অগত্যা ওদের সাথে যেতে হল।
আধঘন্টা মতো গাড়ি করে গিয়ে পৌঁছালাম একটা জায়গায়। বেশ ফাঁকা একটা জায়গায়। হাই ওয়ের ধারে। একটা বেশ বড় জায়গা নিয়ে পাঁচিল ঘেরা একটা বাড়ি।
ভিতরে গাড়ি গেল। একজন মহিলা এলেন। বেশ ভাল।
মাধবী: রমা।
রমা: হ্যাঁ মাধবী।
মাধবী: এই যে আমার হবু নাতবৌ।
রমা বেশ দশাশই শরীরের মহিলা। আমাকে দেখে হাসলেন।
রমা এগিয়ে এল। আমার হাতটা ধরল।
রমা: আয় মা ভিতরে আয়। মাধবী তোমরাও এস।
তিনজনে গেলাম। ভিতরে গিয়ে বুঝলাম এখানেও থেকেই বিয়ে দেবে। রমার মেয়ে রাখী হল মেকাপ আর্টিস্ট।